নবাবগঞ্জে নৌকার ভরাডুবি
- সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ (দিনাজপুর)
- ২৯ নভেম্বর ২০২১, ০৬:২৮
দিনাজপুরের নবাবগঞ্জে ৯টি ইউনিয়ের মধ্যে ১টিতে নৌকা ও ৮টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।
ইউনিয়নের বিজয়ীরা হলেন- ১ নং জয়পুরইউনিয়নে ওবায়দুর রহমান (স্বতন্ত্র), ২ নং বিনোদনগড় ইউনিয়নে নজরুল ইসলাম (স্বতন্ত্র, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে রাশেদুল কবির (স্বতন্ত্র), ৪ নং শালখুরিয়া ইউনিয়নে তারামিয়া (স্বতন্ত্র), ৫ নং পুটিমারা ইউনিয়নে আনিছুর রহমান (স্বতন্ত্র), ৬ নং ভাদুরিয়া ইউনিয়নে বাবুল আহসানুল কবির (আওয়ামী লীগ), ৭ নং দাউদপুর ইউনিয়নে আহসান হাবিব (স্বতন্ত্র), ৮ নং মাহমুদপুর ইউনিয়নে হাছান মোঃ ছালাহউদ্দিন (স্বতন্ত্র) এবং ৯ নং কুশদহ ইউনিয়নে আনোয়ারুল আজিম (স্বতন্ত্র)।
উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩১৩ জন এবং মহিলা সংরক্ষিত পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১ লাখ ৮০ হাজার ৮৩৩ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা