২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে দোকানসহ বাড়ি আগুনে পুড়ে ছাই 

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে দোকানসহ একটি বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারের মমিনুর রহমানের ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে একটি টিনের ঘর পুড়ে গেছে। ঘরটিতে ওয়ার্কশপ ছাড়াও যন্ত্রাংশের দোকান, একটি অটোরিকশা ও একটি নছিমন ছিল। যা আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী খাদেমুল জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে মমিনুরের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন ওই বাড়ির মানুষ। আগুন দোকান ও বাড়ির চারদিকে ছড়িয়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানমালিক মমিনুর রহমান দগ্ধ হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আরো সংবাদ



premium cement