০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ফুলবাড়ীতে ১০ দিনের লকডাউন ঘোষণা

-

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা করোনাপ্রতিরোধ কমিটির জরুরি সভায় এই লকডাউন ঘোষণা করা হয়।

জরুরি সভায় উপজেলা করোনাপ্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলেরমাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার উত্তম কুমার সিংহ, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ নবিউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যন উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান, হাট ইজারাদার মানিক মন্ডল প্রমুখ।

জরুরি সভায় ফুলবাড়ী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। শুধুমাত্র কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত উম্মুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়ে বাস, ট্রাক, সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যান অটোচার্জারসহ মনুষ্যবাহী সকল যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে ফুলবাড়ীতে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া সব ধরনের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement