০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

বিরামপুরে নৌকার জয়

বিরামপুরে নৌকার জয় - নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ছয় হাজার ছয় শ’ ৭৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক আক্কাস আলী।

তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী (নারিকেল গাছ) অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার জামান পেয়েছেন আট হাজার ছয় শ’ ৮৬ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন এক হাজার আট শ’ চার ভোট ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার চার শ’ ১৫ ভোট।

ভোট গণনা শেষে রাত ৯টার দিকে উপজেলা পরিষদের হল রুমে সহকারী রিটানিং কর্মকর্তা সামছুল আজম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এ দিকে পৌরসভার সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।

উল্লেখ্য, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বিরামপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯৭৪ জন ও নারী ভোটার ১৮ হাজার ৭৭৪ জন।


আরো সংবাদ



premium cement