২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণের চেষ্টা করেন ওই নারীর সৎ ছেলে মিজানুর রহমান (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। সোমবার নির্যাতিতা নারী ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতা নারী জানান, কয়েক বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন মিজানুরের বাবা ছোবেদ আলী। তাদের ঘরে ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছেন। এর মধ্যে সৎ ছেলে মিজানুরের কু-নজর পড়ে তার উপর। এর আগেও কয়েকবার তিনি ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শনিবার রাতের খাওয়া শেষে সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি।

এ সময় স্বামী ছোবেদ আলী বাড়ি থেকে বের হলে বাড়িতে কেউ না থাকার সুবাদে মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা ছোট মেয়েটি জেগে উঠে। পরে মা-মেয়ের চিৎকারে এলাকাবাসী এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।
এদিকে সৎ ছেলের এমন কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই নারী আরো জানান, মিজানুর একই বাড়িতে থাকায় তিনি ধর্ষণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, মিজানুর নিয়মিত নেশা করেন। নেশাগ্রস্ত হয়ে তিনি বার বার সৎ মার উপর নির্যাতন করেন।

একই ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজামাল মিয়া জানান, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে মিজানুর। তাই ওই নারীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মুন্সীগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিরিয়ার পাশে থাকবে তুরস্ক : পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের তদন্ত নিয়ে যা জানা যাচ্ছে নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ রাহাত ফতেহ আলি খানের সম্মানে নৈশভোজের আয়োজন পাকিস্তানের হাইকমিশনারের চাঁদপুরে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সকল