রংপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই কারবারি গ্রেফতার
- রংপুর অফিস
- ০৭ অক্টোবর ২০২০, ২১:৪০, আপডেট: ০৭ অক্টোবর ২০২০, ২১:৫৪
রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা থেকে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলিদাবাড়ি রেলক্রসিং কাছে মেসার্স সুফিয়া ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর দাড়িয়ে থাকা একটি ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকের মাথার হুডের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে মাদক কারবারি হিরু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।
অন্যদিকে রাতে গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নের এসকেএস বাজারের আরিফের মুদি দোকানের সামনে রাস্তার ওপরে থাকা প্রাইভেটকারে ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬২৬ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মেজবাহ উল মোকার রাবীন রাফী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। দুটো ঘটনায় ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড এবং নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা এবং ফেন্সিডিল সিরাজগঞ্জ ও ঢাকায় সরবরাহ করার কথা ছিল। এ ছাড়াও তারা ট্রাকে পাথর, বিভিন্ন মালামাল বহন এবং প্রাইভেটকারে যাত্রী বহনের অন্তরালে সকলের অগোচরে অবৈধভাবে গাঁজা এবং ফেন্সিডিল বহন করে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিতো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা