রুহিয়ায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা
- রুহিয়া সংবাদদাতা
- ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202009/525855_141.jpg)
রুহিয়ায় স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী সাজু ইসলাম (২৫)। ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের ঘনিবিষ্টপুর গ্রামে বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। মৃত সাজু ইসলাম ওই গ্রামের মো: শাহিন ইসলামের ছেলে।
মৃতের চাচা মো: আলতাফুর রহমান জানান, সাজু পাওয়ার টিলারের চালক ছিলেন। চার বছর আগে তাদের বিয়ে হয়। স্ত্রী স্বপ্না আক্তার রাগ করে পঞ্চগড় সদর উপজেলায় তার বাবার বাড়িতে ছিলেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে অপারগ হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে রুহিয়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা