২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রুহিয়ায় সাংবাদিক মকবুল হোসেনের স্মরণ সভা

রুহিয়ায় সাংবাদিক মকবুল হোসেনের স্মরণ সভা -

রুহিয়া ডাকবাংলা ভবনের সভাকক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে এ স্মরণ সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক রুহিয়া থানা আওয়ামী লীগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, বদরুল ইসলাম বিপ্লব (সাবেক সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও প্রেস ক্লাব), রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, দৈনিক লোকায়ন রুহিয়া থানা প্রতিনিধি আপেল মাহমুদ। সভা পরিচালনা করেন সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম। সভায় আরো বক্তব্য রাখেন, মো: বাদল, অনিক, জিলানী প্রমুখ।

প্রধান অথিতির বক্তব্যে আবু সাঈদ বাবু বলেন, মরহুম সাংবাদিক মকবুল হোসেন জনস্বার্থে বিভিন্ন প্রতিবেদন করে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। প্রেস ক্লাবের সাথে জড়িত থেকে মকবুল হোসেন অনেক অবদান রেখেছেন তা ভোলার মতো নয়। সভায় মরহুম মকবুল হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাত করে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন মো: বদরুল ইসলাম বিপ্লব (সাবেক সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও প্রেস ক্লাব)। অধিবেশনে রুহিয়ার সকল প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বদরুল ইসলাম বিপ্লবকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement