বিরামপুরে এসিল্যান্ড মুহসিয়া তাবাসসুম করোনায় আক্রান্ত
- বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
- ০১ আগস্ট ২০২০, ২২:১৫
দিনাজপুরের বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসিল্যান্ড মুহসিয়া তাবাসসুমের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় শনিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরো জানান, উপজেলায় ইউএনও পরিমল কুমার সরকার ও পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলসহ এ পর্যন্ত ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ জন।
সম্প্রতি বিরামপুরে মুহসিয়া তাবাসসুম সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। বিভিন্ন জনকল্যাণমূলক কজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তিনি একজন জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা