জমিজমা সংক্রান্ত জেরে নিহত ১
- জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ১৮ জুন ২০২০, ১২:০৪, আপডেট: ১৮ জুন ২০২০, ১২:০২
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় নুর ইসলাম গিল্টু (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়োছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড গোলাহাট মোজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গিয়াস উদ্দিন নামে এক রেল কর্মচারী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মৃত ব্যক্তির পরিবারের দাবি, রেল কর্মচারী গিয়াস উদ্দিন বিরোধপূর্ণ একটি জমি নিয়ে নুর ইসলামের সাথে ঝগড়া শুরু করে। অশ্লীল গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে গিয়াস উদ্দিনের পরিবারের লোকজন নুর ইসলামের উপর চড়াও হয়। এসময় তারা নুর ইসলামকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে গিয়াস উদ্দিনের পরিবারের দাবি, উনি কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আটক দু’জনকে জেল হাজতে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা