২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে ৪ জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ

রংপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে ৪ জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ - ছবি : নয়া দিগন্ত

রংপুরের তারাগঞ্জে চিকলী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ট্রাক, কোচসহ ভারি গণপরিবহন চলাচল বন্ধ আছে। এতে বুধবার দুপুর থেকে উত্তরের চার জেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের চিকলী পাম্পের সামনে কালভার্ট মেরামতের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াত চালু রাখা হয়েছিল। বুধবার সকাল ১০টার দিকে একটি ১০ চাকার ট্রাক বেইলি ব্রিজের পাটাতনে সজোরে ধাক্কা দেয়। এতে বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর বেলা ১টা থেকে শুধুমাত্র অটো ও ছোট যানবাহন চলাচলের বন্দোবস্ত করে। তবে ওই মহাসড়কে ট্রাক, কোচসহ দূরপাল্লার ভারি যানবাহন চলাচল বন্ধ আছে।

বেইলি ব্রিজটি সংস্কার করতে আরো ২৪ ঘণ্টা সময় লাগার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই মহাসড়ক দিয়ে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার সাথে রংপুরসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ আছে। বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করা হচ্ছে। এতে বিপাকে গণপরিবহন ও যাত্রী সাধারণ। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।


আরো সংবাদ



premium cement