বাংলাবান্ধা স্থলবন্দর আপাতত চালু হচ্ছে না
- পঞ্চগড় সংবাদদাতা
- ০৯ জুন ২০২০, ০৯:৫৬, আপডেট: ০৯ জুন ২০২০, ০৯:৫১
পঞ্চগড়ের তেতুঁলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর আপাতত চালু হচ্ছে না। গতকাল সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মো: ইউসুফ আলী, সিভিল সার্জন ডা: ফজলুর রহমান, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা, স্থলবন্দনের ম্যানেজার কাজী আল তারিখসহ প্রশাসনের কর্মকতা ও বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান বাবলা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন সীমান্তে অবস্থিত স্থলবন্দর চালু করা হচ্ছে। রাজস্ব আদায়ের উদ্দেশ্যে দেশের অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বন্দরটি চালু করার প্রয়োজন। তাছাড়া এখানকার শ্রমিকরা দীর্ঘদিন ধরে কর্মহীন রয়েছে।
সংসদ সদস্য মজহারুল হক প্রধান বলেন, ভয়াবহ পরিস্থিতির উন্নতি হলে বাংলাবান্ধা স্থলবন্দর আবার পুরাদমে চালু করা হবে।
পঞ্জগড় জেলা প্রসাশক সাবিনা ইয়াসমিন বলেন, সবার মতামত ও সার্বিক বিষয় বিবেচনা করে দেশের অর্থনীতির বিষয় চিন্তা করে বাংলাবান্ধা স্থলবন্দর চালু করা হবে। সবার আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে। করোনার কারণে বর্তমানে বন্দরটি বন্ধ থাকছে। করোনা পরিস্থতির উন্নতি হলেই বন্দরটির কার্যক্রম আবার চালু করা হবে।
করোনা পরিস্থিতির কারণে এ বন্দর দিয়ে গত ২৫ মার্চ থেকে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ বন্দর দিয়ে পাথর ছাড়া অন্য কোনো জরুরি পণ্য আমদানি-রফতানি হয় না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা