০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম

-

প্রায় আড়াইমাস বন্ধের পর সোমবার বেলা ১২টা থেকে আবার শুরু হলো হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনার শর্তে বন্দরে পণ্য আমদানি-রফতানিতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

বিশ্বব্যাপি করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে গত ২৫ মার্চ বন্ধ করে দেয়া হয় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে এত দিন বন্দর দিয়ে কোনো পণ্য বাহি ট্রাক দেশে প্রবেশ করেনি এবং দেশ থেকেও কোনো ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়নি।

ভারতের হিলি এক্সপোটার্স এসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত কুমার জানান, এসব শর্তের মধ্যে রয়েছে, ভারত থেকে আমদানিকৃত প্রতিটি ট্রাকে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। সেইসাথে জিবাণুনাশক টানেলর মাধ্যমে চালক-হেলপারদের যাতয়াত করতে হবে। প্রতিটি চালক ও হেলপারদের মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় ট্রাক চালকরা ওই দিনই আবার ভারতে ফিরে আসবে। এমনি ভাবে প্রতিদিন ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি করবে ভারতের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানিকারক সহ-সভাপতি শাহিনুর রেজা শাহিন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ৭৫ দিন মাস বন্ধ থাকার পর দুই দেশের শর্ত সাপেক্ষে বন্দর খুলে দেয়া হলো। তিনি জানান, দীর্ঘদিন পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পূনরায় শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারো প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

 


আরো সংবাদ



premium cement
প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ, সমান ভোট পেলেন কমলা-ট্রাম্প ধর্মসচিব হলেন আফতাব হোসেন তাবলীগের সাদপন্থীদের কার্যক্রম বন্ধসহ ৯ দাবি জোবায়েরপন্থীদের কোটালীপাড়ায় ইজিবাইকচাপায় শিশু নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ কমলো এলপি গ্যাসের দাম পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্তে কেন কমিশন নয় : হাইকোর্টের রুল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে সরকার : উপদেষ্টা মিরসরাইয়ে বেপরোয়া গাড়ির চাকায় প্রাণ গেল বৃদ্ধের

সকল