২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তের হামলায় যুবক আহত

আহত ফিজুল ইসলাম (৩৫) - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে এক যুবকের উপর হামলা চালিয়ে তাঁকে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলা শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তর তিলাই গ্রামের ছফর উদ্দিনের ছেলে রাফিজুল ইসলাম (৩৫) বুধবার দিবাগত মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা পিছন থেকে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রাণ বাঁচাতে দৌঁড়ে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে রাফিকুলের গোঙানীর শব্দ শুনে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রাফিজুলের ছোটভাই জাহিদুল ইসলাম জানান, কে বা কারা হামলা করেছে তাদের চিহ্নিত করা যায়নি।

ওসি মুহা: আতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement