২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

রংপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

রংপুরের হারাগাছ পৌর এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রী বিলকিস আরা অপহরণকারী হিসেবে গ্রেফতারকৃত দুই তরুণ - ছবি : নয়া দিগন্ত

রংপুরের হারাগাছ পৌর এলাকা থেকে অপহৃত কলেজছাত্রী বিলকিস আরাকে (২০) অপহরণের ১৬ ঘণ্টার মাথায় ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছের বিড়ি ব্যবসায়ী মরহুম জাহিদ হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা বেগম মঙ্গলবার বিকেলে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে তিনি তার কলেজ পড়ুয়া কন্যা বিলকিস আরাকে অপহরণের অভিযোগ আনেন তিনজনের বিরুদ্ধে।

তিনি জানান, মামলাটি আমলে নিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর মুগদা এলাকা থেকে বুধবার দুপুরে অপহরণকারী কাউসার আহমেদ স্বপ্ন (২৪), সুমনা বেগম (১৯) এবং মাহফুজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা বিলকিসকেও উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় অপহৃতা ও অপহরণকারীদের হারাগাছে আনা হয়।

তিনি জানান, অপহরণকারী স্বপ্ন ও সুমনা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাটি গ্রামের জব্বার মন্ডলের পুত্র ও কন্যা। আর মাহফুজ ফেনীর সোনাগাজী উপজেলার চর চন্দ্রিমা এলাকার আব্দুল্লাহ-আল-মামুন এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাড়ি থেকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। বিলকিস হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থী।

ওসি আরো জানান, ঢাকায় সিআইডির সহযোগিতায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় মাত্র ১৬ ঘণ্টার মধ্যে করোনাকালে উদ্ধার ও আটকের ঘটনা পুলিশের বড় অর্জন। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হবে।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, বিলকিস আরা বিবাহিতা। কাউসার আহমেদ স্বপ্নের সাথে প্রেমের সূত্র ধরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।


আরো সংবাদ



premium cement
জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সকল