সুপারি পেড়ে পান খাওয়া হলো না আইন উদ্দিনের
- ঠাকুরগাঁও সংবাদদাতা
- ২৭ মে ২০২০, ২১:০৫, আপডেট: ২৭ মে ২০২০, ২১:০৪
নিজ বাড়ির গাছে সুপারি পেকে লাল হয়ে আছে। সেসব সুপারি পেড়ে পান খাবেন বলে ঘরের চালে উঠেছিলেন আইন উদ্দিন (৬৫)। কিন্তু সে ভাগ্য তার হয়নি। সুপারি পাড়ার সময় টিনের চালায় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। বুধবার দুপুর ১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আইন উদ্দিনের পরিবারের লোকজন জানান, দুপুরে সুপারি পাড়ার জন্য তিনি ঘরের চালে ওঠেন। এর কিছুক্ষণ পরেই ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। বাতাসে বিদ্যুতের তার ঘরের টিনের চালায় লেগে তা বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আইন উদ্দিন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু নায়েম নূরে আলম (মুক্তি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মৃতের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা