মেয়েকে যৌন নিপীড়নের দায়ে পিতা আটক
- কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা
- ১১ মে ২০২০, ১৫:৫৩
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব বড়বাড়ী গ্রামে রোববার রাতে আপন মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে পিতাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, বড়বাড়ী গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্যাহ (৪৫) রাত ১১টার সময় তার যুবতী মেয়ের ঘরে গিয়ে ঘুমন্ত মেয়ের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মেয়েটি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে ঘটনার বিষয় শুনে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। ওই মেয়ে তার পিতার বিরুদ্ধে থানায় একটি যৌন নিপীড়নের মামলা করেন। সেই পিতা আটক করে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা