২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুরে সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার করোনা উপসর্গ, লেনদেন সাময়িক স্থগিত

-

রংপুর মহানগরীর সোনালী ব্যাংক লিমিটেড বাজার শাখায় সাত কর্মকর্তা করোনা উপসর্গে ভোগায় ব্যাংকের লেনদেন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। চারজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসি আর ল্যাবে।

বাজার শাখার ব্যবস্থাপক নাজমা জেসমিন জানান, গত রোববার (১৯ এপ্রিল) হঠাৎ করেই ব্যাংকের ১৩ জন অফিসার কর্মচারীর মধ্যে সাতজন জ্বর-সর্দি-কাশি-গলাব্যথাসহ বিভিন্ন করোনা উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজন প্রিন্সিপাল অফিসার, দু’জন সিনিয়র অফিসার এবং একজন খণ্ডকালীন ঝাড়ুদারের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। কাল অথবা পরশু ফলাফল পাওয়া যাবে । এ ঘটনায় ব্যাংকের লেনদেন সহ সব ধরণের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট আসার পর ব্যাংকটি খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement