কুড়িগ্রামে মাঝরাতে সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড, জরিমানা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মার্চ ২০২০, ১৬:৪১, আপডেট: ১৪ মার্চ ২০২০, ১৭:৪০
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে এক সাংবাদিককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম রিগান অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি।
শুক্রবার রাত ১২টার দিকে শহরের চড়য়াপাড়া এলাকার বাড়ি থেকে আরিফুলকে আটকের পর সাজা দেয়া হয়।
অভিযানের সময় তার বাড়ি থেকে দেশীয় মদ ও গাজা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি দোষ স্বীকার করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তবে আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করে বলেন, ‘শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাসায় প্রবেশ করে আরিফুলকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তখন তারা জানাননি,’ বলেন তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা