২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আয়াতুল্লাহ খোমেনির মতো বীরের বেসে দেশে ফিরবেন তারকে রহমান : বুলু

আয়াতুল্লাহ খোমেনির মতো বীরের বেসে দেশে ফিরবেন তারকে রহমান : বুলু - নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ইরানের বর্তমান নেতা আয়াতুল্লাহ খোমেনি ২০ বছর নির্বাসিত থেকে যেভাবে বীরের বেশে দেশে ফিরেছেন, ঠিক সেভাবেই তারেক রহমান দেশে ফিরবেন। গণতন্ত্র এবং আইনের শাসন আবারও বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তি, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, এ্যডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ-উন-নবী ডন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন ইসলাম রুবেল, মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নওয়াজ লাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বুলু বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা যে দেশে গায়েব হয় সেদেশে কারো ফেরার পাত্তা নেই। নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের পর দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই গণতন্ত্র এখন নির্বাসনে। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে বার বার ভুলন্ঠিত করছে। বর্তমান সংসদীয় ব্যবস্থায় যে সরকার চলছে তার প্রবক্তা বেগম খালেদা জিয়া। অথচ তাকে মিথ্যা মামলায় কারাদন্ড দিয কারাবন্দি রেখে এই সরকার পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতমার সবচেয়ে বড় ইতিহাস রচনা করেছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিকে হবে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমেই গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে গণমানুষের কাছে নিয়ে আসা হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল