২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

-

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বেজাইমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ শাহ (২২), রুকুনুজ্জামানের ছেলে অন্তর (২১) ও দিনাজপুর সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকার মনছুর আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

এসময় গুরুতর অবস্থায় ওই তিনটি মোটরসাইকেলে থাকা অপর ছয় আরোহীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে রাজু (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান জানান, মঙ্গলবার রাতে ফুলবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলযোগে নয়জন আরোহী আমবাড়ী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বেজাইমোড় নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আহতরা হলেন দৌলতপুর গ্রামের শহিদুল্যা (৩৮) ও দিনাজপুর সদর উপজেলার সোনাপুরি গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৮)। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরো সংবাদ



premium cement