২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

ফুলবাড়ীতে ২২ বছর পর ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু - ছবি : নয়া দিগন্ত

যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ি থানা পুলিশ অয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনের প্রতিশ্রুতি মোতাবেক এ ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু করা হয়।

ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করায় পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ফুলবাড়ী পৌর শহরের ওপর দিয়ে যাওয়া দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি একটি ব্যস্ততম সড়ক। বাইপাস সড়ক না থাকায় শহরের নিমতলা মোড়, ঢাকা মোড়, বটতলি মোড় ও উর্বশী সিনেমা হল সংলগ্ন বাস কাউন্টারের সামনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে চরম সমস্যায় পড়তে হয় পথচারীসহ যানবাহন চালকদের। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা দাবি জানালেও অদৃশ্য কারণে তা পূরণ হয়নি।

এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় ও নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেয়া হয়। যা আর পরে চালু করা হয়নি। এর পর থেকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকেই। দীর্ঘদিন পর আবারো ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ি থানা পুলিশ আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে আপনাদের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হলো।’

তিনি বলেন, ‘ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে পাঁচজনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি ফুলবাড়ীর দীর্ঘদিনের যানজটের যে সমস্যা ছিল তার নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইনে গাড়ি চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement