২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নয় : জয়নাল আবেদীন ফারুক

নীলফামারীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক - ছবি : নয়া দিগন্ত

‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করতে পারবেন না’ হুশিয়ারি দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘যারা বিএনপিকে হেলা মনে করেন। নীলফামারী এসে দেখে যান, সুযোগ বুঝে কোপ দিয়েন না। ধৈর্য আমাদের আছে। ধৈর্যের বাধ যদি ভেঙে যায় আল্লাহ ছাড়া দমিয়ে রাখার কোনো শক্তি নেই।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অর্থনৈতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও গণতান্ত্রিক ঘাটতির উত্তরণের জন্য, নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘যার কণ্ঠে ১৯৭১ সালে স্বাধীনতা শুনেছিলাম তখন আজকের জাতীয়তাবাদী শক্তির দল ছিল না। রাতে রেডিওতে শুনেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়া। জিয়ার দলের আমি একজন একনিষ্ঠ কর্মী। আমার ডানে বামে। বহু অত্যাচারিত, জেল খাটা ভাইয়েরা আছেন। ইউনুস সরকার, হাসিনার অত্যাচার ভুলি নাই। যুবদল ছাত্রদলের চোখ উপড়ে ফেলেছে। হাত কেটে দিয়েছে। আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে পাঁচ বছর জেলে রেখেছে। আমি কি ভুলিতে পারি। সেই ষড়যন্ত্র আবার বিএনপির বিরুদ্ধে। নীলফামারীল ভাইয়েরা শক্ত হাতে যে দল আপনারা ধরে রেখেছেন। সেই দলের নেতাকর্মীদেরকে আমি সাহস দিয়ে বলতে পারি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো শক্তি আমাদের খালেদা জিয়ার, শহীদ জিয়ার, তারেক জিয়ার দলকে আর ডুবাইতে পারবে না।’

জুলাই বিপ্লব নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে হাসিনার মৃত ব্যক্তির ভোট আর চায় না। দিনের ভোট দিনে চাই। রাতে চাই না। আয়নাঘর চাই না। ডিবি হারুনের অত্যাচার আর চাই না। বিনা কারণে মামলায় জেল খাটতে চাই না। নেতা তারেক রহমান এই সরকারকে স্পষ্ট করে বলে দিয়েছেন। শুধু জুলাই আগস্টেও বিপ্লব নয় ১৬ বছর আমার সামনে বসা এই নীলফামারীর লোক রাস্তায় থেকে আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। আমরা হরতাল করেছি, অবরোধ করেছি তারই সফলতায় জুলাই আগস্টের ছাত্র বিপ্লব।’

জাতীয় পার্টি বিলীনের পথে মন্তব্য করে বিরোধী দলীয় চিপ হুইপ বলেন, ‘ক্যান্টনমেন্টে এরশাদের নাকি অসুখ, নড়তে পারে না, চড়তে পারে না বুড়া। সেখানে হিন্দুস্থানের এক স্বৈরাচার বললো ২০১৪ সালে শেখ হাসিনার অবৈধ নির্বাচনে আপনাকে যেতে হবে। হাসিনাকে সহায়তাকারী সেই জাতীয় পার্টি এখন বিলীনের পথে। আমি জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমান সভাপতি সম্পাদক মহোদয়কে। সামান্য টুকুও বেইমানি না করতেন হাসিনার বাপের ক্ষমতা ছিল না বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন করা।’

জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।


আরো সংবাদ



premium cement
চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা

সকল