২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

‘রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়’

- ছবি : নয়া দিগন্ত

রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকারের বোধোদয় হয়েছে। এ কারণে গতকাল নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

আজ মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক বাণিজ্য ব্যক্তিত্ব ও সৈয়দপুরের কৃতি সন্তান শেখ সাদ কমপ্লেক্স ও রয়েল ইফা গ্রুপের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, তারা বিষয়টি না বুঝেই বলছেন। দেশকে সঠিক পথে পরিচালনা করতে হলে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে ও সরকার গঠনে সহযোগিতা করবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যেকোনো সমস্যা মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

এ সময় শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আবুল কালাম খান উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা ও আপ্যায়ন করা হয়। পরিদর্শন শেষে বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন।


আরো সংবাদ



premium cement
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা আব্বাস সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিগন্ত টেলিভিশনের সাবেক ক্যামেরাপারসন নাসিরুল আলমের ইন্তেকাল পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি নিষ্পত্তির আহ্বান এনডিএফ’র সংস্কারের জারিগান নয়, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার : গয়েশ্বর চন্দ্র রায় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগ ব্যাংকের আমানত ও বিনিয়োগ পরিস্থিতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সকল