২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

‘চলতি বছর থেকে শুরু হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেলোশিপ’

রংপুর বিভাগের ৬৩ জন সাংবাদিকদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি এবং ঠাকুরগাঁও জেলার ১০ জন সাংবাদিককে অনুদানের চেক হস্তান্তর হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

বস্তু নিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ফেলোশিপ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকা মুহাম্মদ আবদুল্লাহ। আগামী ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞাপন পত্রিকায় দেয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্যসচিব লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের সন্তানদের জন্য এই বৃত্তির টাকা অংকে যাই হোক না কেন, এটা হলো মূলত তাদের উৎসাহ দেয়া, তাদের শিক্ষা ও পড়ালেখার প্রতি উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেয়ার জন্য। আমরা আশা করি তারা ভালো ফলাফলের মধ্য দিয়ে এই বৃত্তি যাতে আগামীতেও পায়, সেই প্রচেষ্টা তারা অবশ্যই চালাবে।’

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা দেয়ার একটা উদ্যোগ নিয়েছে। সেই নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি শিগগিরই সেই নীতিমালা অনুমোদন হবে। তাহলে আমরা যারা প্রবীণ সাংবাদিক, যারা সারা জীবন সাংবাদিকতা করে শ্রম দিয়ে ঘাম দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছি। কিন্তু তারা শেষ বেলায় ওষুধ কিনতে পারেন না। তাদেরকে মাসিক ভাতা দেয়া হবে। চলতি অর্থ বছরে না হলেও পরের বছর থেকে এটি চালু হবে।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ৬৩ জন সাংবাদিকদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি এবং ঠাকুরগাঁও জেলার ১০ জন সাংবাদিককে অনুদানের চেক হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ঢাকায় কেমন রাজনৈতিক বিন্যাস চায় দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ শিক্ষা কার্যক্রম শুরু করল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পুলিশের উপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনতাই বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে : ডিজি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির হলেন মুবারক হোসাইন আকন্দ বিডিআর গণহত্যা : জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত

সকল