২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু - ছবি : সংগৃহীত

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র চার দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর শনিবার রাতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

রাত সাড়ে ১২টায় দিনাজপুর বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার রাত ১২টার পর থেকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।

চালু হওয়া বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও তা থেকে আপাতত প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। উৎপাদন হওয়া বিদ্যুৎ গতকাল শনিবার মধ্যরাত থেকেই জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এক নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে ৮০০ থেকে ৯০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশেই বড়পুকুরিয়া কয়লা খনিতে পর্যন্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে জানান।

তিনি জানান, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলনকৃত কয়লা ব্যবহার করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদুৎ উৎপাদন করা হয়ে থাকে। কয়লাভিত্তিক এ বিদুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে মোট বিদুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট মিলে মোট বিদুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২৫০ মেগোওয়াট। ৩ নম্বর ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন।

এদিকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। শুধু মাত্র সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট। যা থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয়া হয়। শুধুমাত্র চালু ছিল এক নম্বর ইউনিটটি।

সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। ফলে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন কার্যক্রম। বিদুৎ কেন্দ্রটি চারদিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর, মেরামত শেষে গতকাল শনিবার মধ্যে রাত থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবুবকর সিদ্দিক নিশ্চিত করে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটে বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করে দেয়া হয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি তাপ বিদ্যুৎকেন্দ্রের সচল ৩ নম্বর ইউনিটিও একই কারণে বন্ধ হয়ে যায়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটি মেরামত শেষে গতকাল শনিবার মধ্যে রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রের ওই ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটটি মেরামত কাজ চলমান রয়েছে, আশা করা যায়, খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি চালুকরা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ রাঙ্গামাটিতে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ মতবিনিময় সভা কুষ্টিয়ার পদ্মা চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার গাজীপুরে গার্মেন্টসের ৭৬ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ পুলিশ তল্পিবাহক হয়ে কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি ১৯ খাল সংস্কারের মহাপরিকল্পনা নেয়া হবে : উপদেষ্টা অনতিবিলম্বে এ টি এম আজহারকে মুক্তি দিতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান পাঠ্যপুস্তকে আল মাহমুদের লেখা পুনর্বহালসহ কবির সাহিত্যচর্চায় ইনিস্টিটিউট প্রতিষ্ঠার দাবি উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র বাংলাদেশেই ঘটেছে : গভর্নর

সকল