২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীর আকাশ সকাল থেকে ছিল মেঘলা। কয়েকদিনের টানা রোদের উত্তাপের পর আজকের সকাল ছিল ব্যতিক্রম। মেঘলা আকাশ দেখে অনেকে হয়তো বৃষ্টির সম্ভাবনা আঁচ করতে পারেননি, কিন্তু সকাল গড়াতেই সেই মেঘ মুষলধারে বৃষ্টি হয়ে ঝরল উপজেলার বিভিন্ন স্থানে।

আজ রোববার সকালের এই আকস্মিক বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ কিছুটা বেকায়দায় পড়েন। পথচারীদের অনেকেই ছাতা বা বৃষ্টির উপযুক্ত ব্যবস্থা না থাকায় ভিজতে বাধ্য হন।

তবে, বিপরীত চিত্র দেখা গেছে, উপজেলার পলিথিন বিক্রির দোকানগুলোতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের। অনেকেই বৃষ্টির পানি থেকে বাঁচতে ঘরের চালায় দেয়ার জন্য পলিথিন কিনেছেন। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ছাতা মাতায় দিয়ে স্কুলে যাচ্ছেন। রিকশাচালকরা বৃষ্টির মধ্যে ভিজে গন্তব্যে ছুটেছেন, আবার যাত্রীরাও কেউ কেউ ছাতা মাথায়, কেউ বা বৃষ্টিতে ভিজে গন্তব্যের দিকে এগিয়ে গেছেন।

বাংলা মাসের হিসেবে রোববার ছিল ১০ ফাল্গুন। সাধারণত, এই সময়ে কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হয়। তবে, এ বছর শীত বিদায় নিয়েছে বেশ আগেভাগেই। মাঘ মাস শেষ না হতেই গরম পড়তে শুরু করেছে, যা ব্যতিক্রমী আবহাওয়ার ইঙ্গিত দেয়।

উপজেলার দিনমজুর আব্দুর রব বলেন, ‘ঘরের চাল দিয়ে পানি পড়ছে, তাই পলিথিন দিয়ে কোনো রকমে পানি ঠেকানোর চেষ্টা করছি।’

তার মতো আরো অনেকেই বৃষ্টির কারণে সাময়িক দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ফাগুনের শুরুতে এই আকস্মিক বৃষ্টি যেমন কিছুটা অস্বস্তি তৈরি করেছে, তেমনি গরমের মধ্যে স্বস্তিও এনে দিয়েছে। তবে, এ ধরনের হঠাৎ বৃষ্টি ফসলের জন্য কতটা উপকারী হবে, তা নিয়ে কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক

সকল