২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ফুলবাড়ীতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত হাসিনা বেওয়া ওই গ্রামের মরহুম কোরবান আলীর স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা বেওয়ার পরিবারে কোনো অশান্তি ছিল না। ছেলে ও ছেলের বউয়ের সাথে তিনি সুখে বসবাস করছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে হাসিনা বেওয়া ছেলের প্রাইভেট পড়ানোর টিনসেট ঘরে যান। সেখানকার ধরনার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ৮টার দিকে ছেলের প্রাইভেট পড়ানোর সময় ওই ঘরে ঢুকলে তিনি মায়ের ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ও তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

ওসি মামুনুর রশীদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত বৃদ্ধা মানসিক রোগে ভুগছিলেন এবং তিনি নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।


আরো সংবাদ



premium cement
কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২ ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস ১৫ বছর পর দেশে ফিরে বোনের বাড়িতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান বিজিবির

সকল