২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ধুয়েমুছে পরিচ্ছন্ন করা হচ্ছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার

- ছবি : নয়া দিগন্ত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে রংপুর মহানগরীতে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়ামোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রঙ তুলির কাজ। এখানে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরের দিন প্রভাত ফেরি নিয়ে আসবেন সর্বস্তরের মানুষ। এবার শহীদ মিনারে সব থেকে বেশি লোক সমাগম হবে।

আয়োজকরা জানিয়েছেন অংশগ্রহনকারীদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে নিচ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, জুলাই বিপ্লবের পর পতিত ফ্যাসিস্ট শক্তি যেন শহীদ দিবসের কোনো শোভাযাত্রা এবং জমায়েত স্থলে প্রবেশ করে কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে শহীদ মিনারসহ জমায়েত স্থলগুলোতে। নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। কেউ ন্যূনতম কোনো বিশৃংখলা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। এই দিনটি আমাদের জন্য একটি অন্যতম দিন। ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস পৃথিবীতে একমাত্র আমরাই দিয়েছি। এই দিনে রংপুরে মানুষের ঢল নামবে। তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা করেছি।

তিনি আরো জানান, ফ্যাসিস্টরা নানাভাবে উৎসবগুলোতে প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমরা সেটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি।


আরো সংবাদ



premium cement