রংপুরে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
- রংপুর ব্যুরো
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯
অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীর কাছ থেকে টাকা, মোবাইল ও এটিএম কার্ড ছিনিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও সেখানকার একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছোড়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ছিনতাইকরীরা হলেন আলমনগর এলাকার নিলয় হোসেন তনু এবং নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরে নগরীর মডার্ন থেকে দর্শনা রোড় যাওয়ার পথে সুকটি আরতের সামনে রিকশা আটক করে গ্রেফতার তনু ও শাহরিয়ার তাদের দু’টি মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড ও নগদ টাকা ছিনতাই করে।