২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

রংপুরে সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

হিমাগারে প্রতি কেজি আলুর সংরক্ষণমূল্য আট টাকার বদলে দেড় টাকা করার দাবি - ছবি : নয়া দিগন্ত

হিমাগারে প্রতি কেজি আলুর সংরক্ষণমূল্য আট টাকার বদলে দেড় টাকা করাসহ বিভিন্ন দাবিতে রংপুরে আলু রাস্তায় ফেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আলুচাষী ও ব্যবসায়ীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে আলুচাষীদের বাঁচাও, কৃষি বাঁচাও স্লোগানে বিভিন্ন দাবি নিয়ে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলুচাষী সংগ্রাম কমিটি। পরে মানববন্ধন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক আনোয়ারা হোসেন বাবলু, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা।

এ সময় সমাবেশে আলুচাষীরা প্রতি কেজি আলুর ভাড়া আট টাকা বাতিল করে দেড় টাকা নির্ধারণ, সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারে প্রকৃত কৃষকের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক, লাভজনক দামে আলু বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সরকারি উদ্যোগে আলু বিদেশে রফতানির ব্যবস্থা করার দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি দেন।


আরো সংবাদ



premium cement

সকল