ডালিয়া তিস্তা পয়েন্টে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে যোগ দিচ্ছে লোকজন
- নীলফামারী প্রতিনিধি
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬
তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ সোমবার দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি শুরু হচ্ছে। নীলফামারীসহ পাঁচটি জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালিত হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টের পশ্চিম দিকে অবস্থান কর্মসূচি পালনের জন্য স্থাপন করা হয়েছে শতাধিক তাবু। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো তিস্তা ব্যারেজ এলাকা। সকাল থেকে নীলফামারী জেলার ছয়টি উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন আসতে শুরু করেছে ব্যারেজের পশ্চিম দিকে।
নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, ৪৮ ঘণ্টার টানা কর্মসূচিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এখানে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।