১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শাবান ১৪৪৬
`

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনীসহ নিহত ৩

-

দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে বাস রিকশাকে এবং ফুলবাড়ি উপজেলার রাঙ্গামটি বিজিবির ক্যাম্পের সামনে মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দিলে নানী-নাতনীসহ তিনজন নিহত হন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কাহারোলের দশমাইল মোড়ে এবং সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীর রাঙ্গামটি বিজিবির ক্যাম্পের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে।

দশমাইল মোড়ের নিহতরা হলেন- সদর উপজেলার রামনগর হীরাহার গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)। তারা সম্পর্কে নানী-নাতনী।

অপর দুর্ঘটনায় নিহত হন ফুলবাড়ী উপজেলার পলিশিবনগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে সীমায় (১৩)।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে রামডুবি থেকে নার্গিস বেগম তার মেয়ে ও নাতনিকে নিয়ে অটোরিকশায় করে শহরের রামনগর হিরাহার গ্রামে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ তারা আহত হন।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নানী নার্গিস বেগম ও নাতনী হুমায়রাকে মৃত ঘোষণা করেন। শিশু হুমায়রার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কাহারোল থানার ওসি রুহুল আমিন জানান, ‘হতাহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।’

অপর ঘটনায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামটি বিজিবির ক্যাম্পের সামনে দিয়ে কিশোর সীমায় হেঁটে যাচ্ছিল। এ সময় তাকে একটি মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় একটি চলন্ত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সীমায় মারা যায়।

ফুলবাড়ী থানার ওসি মহিব্বুল বলেছেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপরে একটি ইউডি মামলা করা হবে।’


আরো সংবাদ



premium cement
পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল সাবিনাদের সাথে ফের আলোচনা দুই বিদেশী নিতে চায় আবাহনী পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম : পরিবেশ উপদেষ্টা লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৪ যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেয়ার আহ্বান সদ্য মুক্তি পাওয়া ৩ ইসরাইলির কুমিল্লায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী কারওয়ান বাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে ষড়যন্ত্র মোকাবেলায় জনতার ঐক্যের কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন ভিউজ বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত ১৫

সকল