রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
- রংপুর ব্যুরো
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692180_191.jpg)
গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রেসক্লাবে এসে সমাবেশ মিলিত হয় তারা।
মিছিলে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না‘, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’সহ নানা স্লোগান দেয়া হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা: আশফাক আহমেদ জামিল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ একটি উগ্রবাদী সংগঠন। যাদের হাতে আমাদের দেশের মানুষের রক্ত লেগে আছে। তারা এ দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ আমাদের ভাইকে পাখির মতো গুলি করে করে মেরেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে দিয়েছে। তাই আওয়ামী লীগ একটি খুনি দল। তাদের নিষিদ্ধ না করা হলে আবারো ছাত্র-জনতা মাঠে নামবে।’