রংপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গ্রেফতার
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪, আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫
রংপুরে অপারেশন ডেভিল হান্টে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী রোলেক্সকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টাই রংপুর মহানগরীর চেকপোষ্টে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, রোলেক্স যুবলীগ নেতা এবং শেখ রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই হামলা গুলিবর্ষণ এবং নির্যাতন ও নিপীড়নের অভিযোগে মকবুল হোসেন নামে এক ব্যক্তি হত্যাচেষ্টার মামলা করেছেন। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ কমিশনার আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নস্যাৎ করতে রংপুর মহানগরীতে যে কয়েকজন মাস্টারমাইন্ড ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন।