১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা

পীরগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৪০০ জনের নামে মামলা

- ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের অভিযাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লবসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকর্মী এনামুল হক পীরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি না করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেকসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায়।

এ সময় অসংখ্য ছাত্র-জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। ওই সময় এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেন তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ‘৪ আগস্ট দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’


আরো সংবাদ



premium cement