১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের

কুড়িগ্রামে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দু’ঘণ্টাব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পতাকা বৈঠক শেষে বিএসএফের পক্ষ থেকে এ আশ্বাস দেয়া হয়।

সিসি ক্যামেরা অপসারণের আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে রোববার রাতে বিএসএফ ভূরুঙ্গামারীর ঝাকুয়াটারী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বিএসএফকে সিসি ক্যামেরা অপসারণের আহ্বান জানায় বিজিবি। কিন্তু বিএসএফ ওই দিন সিসি ক্যামেরা অপসারণ করেনি।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে বিএসএফ ঝাকুয়াটারী সীমান্তের জিরো পয়েন্টের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯-এর কাছে ভারতীয় ভূখণ্ডের একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। সেখানে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকরা একত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।

সোমবার সকালে স্থানীয়রা মসজিদের কাছে ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা দেখতে পেয়ে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পকে জানায়। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোটো গারাল ঝোরা বিএসএফ ক্যাম্পকে সিসি ক্যামেরা অপসারণ করতে বলা হয়।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, বিএসএফ মসজিদের পাশের ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে সিসি ক্যামেরা লাগিয়েছে। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।

এ সময় পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে ভারতের প্রতিনিধিত্ব করেন ব্যাটালিয়ন-১৬২ কমান্ডার শ্রী অনিল কুমার।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘বিএসএফ শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।’


আরো সংবাদ



premium cement
চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা বইমেলার ঘটনায় ৭ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে রিপোর্ট মির্জাপুরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২ আকাশপথের ভাড়া নিয়ে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয় অডিট ম্যানেজের টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি জর্জিয়ায় আরো বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান ব্যাংক ডাকাতদের কিভাবে আইনের আওতায় আনবেন?

সকল