১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`
অপারেশন ডেভিল হান্ট

রংপুর মহানগর ও রেঞ্জসহ তিন দিনে আরো ২১ জন গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

রংপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিন দিনে মহানগরীতে তিনজন এবং রেঞ্জের আট জেলা থেকে ১৮ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, নগরীর কোতোয়ালি থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, নিষিদ্ধ ঘোষিত মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদুল হাসান প্রিতম (২৫), মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো: ওমর ফারুক লিংকন (৩৯) এবং ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: মন্টু মিয়া (৫৮)।

তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার ছয় জেলা থেকে এই সময়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, রংপুর সদর কোতয়ালী থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালেহ উদ্দিন (৩৫), পীরগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ও সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলের ভাতিজা যুবলীগকর্মী আরিফুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম পৌরসভার আওয়ামী লীগ নেতা সাজু মিয়া (৩৪), নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তৈমুর রহমার (৩০), সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন (৪৮), নাওডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সমেশ উদ্দিন (৪৭), চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাল উদ্দিন (৫৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ওসমান গনি (৫৩), ফুলবাড়ি পৌর যুবলীগের সহ-সভাপতি সাবেক গণ-শিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলী (৪০), বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আলী মণ্ডল (৬০), ঠাকুরগাঁওয়ের ভূল্লি থানার আওয়ামী লীগ কর্মী রইতুল আলম (৩৯), আব্দুল গফুর (৪৫), পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ (৫০), সদরের যুবলীগ নেতা উপারুল ইসলাম (৪৯), রুহিয়া থানা আওয়ামী লীগের সদস্য ওসমান গনী (৪৫)।

এই সময় গাইবান্ধা ও পঞ্চগড় জেলা থেকে কেউ গ্রেফতার হয়নি বলেও জানান তিনি।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে গত তিন দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৭১ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে রংপুর মহানগরীতে ১৪জন। বাকিরা সবাই রেঞ্জের বিভিন্ন জেলার।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান বাংলাদেশ ও সৌদির মধ্যে আমদানি-রফতানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের : মামুনুল হক খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অপারেশন ডেভিল হান্ট : কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা

সকল