১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তি। - নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলার সংলগ্ন গোবিন্দগঞ্জে কাটাখালি নদীর উপরে নির্মাণাধীন রেলব্রিজের উপরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সাঘাটা উপজেলা কচুয়া ইউনিয়নের দেওয়ানতলা রেলওয়ে সেতু এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে রাত একটার দিকে ঢাকাগামী বুড়িমারি অ্যাক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে, এজন্য উন্নত প্রযুক্তির সহায়তায় নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement