লালমনিরহাটে প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো স্থানীয়রা
- লালমনিরহাট প্রতিনিধি
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691088_198.jpg)
লালমনিরহাটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও ছাত্রলীগকর্মী সাব্বির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজনেরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নতুন বাজার এলাকায় সাব্বিরকে দেখতে পায় কিছু স্থানীয়রা। এ সময় তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ‘সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। স্থানীয় জনতারা তাকে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খোঁজ নিয়ে জানানো হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা