১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

সাদুল্লাপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সাদুল্লাপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার - ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর এলাকার ভেকির বিলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, রোববার বেলা ১১টার দিকে এলাকার এক কৃষক ওই বিলের জমিতে যান। ওই সময় অপরিচিত এক ব্যক্তির লাশ কাদা-পানিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘ভাতগ্রামের ভেকির বিলের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।’


আরো সংবাদ



premium cement