সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
- সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫
সৈয়দপুরে রেললাইন থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঢেলাপীর রেলগেট থেকে তার লাশ উদ্ধার করা হয়দ।
নিহতের নাম রশিদুল ইসলাম (২৮)। তিনি বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের মাহাবুল ইসলামের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং সৈয়দপুর শহরের বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহত যুবকের চাচা ইউনুস আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, হত্যা বা আত্মহত্যা নয়। দুর্ঘটনাতেই রশিদুলের মৃত্যু হয়েছে। তার মাথায় একটু সমস্যা ছিল। এ কারণে রেললাইন পাড় হতে গিয়ে বুঝে উঠতে পারেনি। সে মোটরসাইকেল নিয়ে যায়নি কেন প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি।
সৈয়দপুর রেলওয়ে থানার দায়িত্বরত উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার জানান, শনিবার সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটেছে। নীলফামারী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে যুবকটি।
তিনি আরো জানান, পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। সকালে শহরে আসার পথে দুর্ঘটনায় পতিত হন বলে পারিবারিকভাবে জানা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা