নীলফামারীতে ভুট্টাখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- নীলফামারী প্রতিনিধি
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690551_197.jpg)
নীলফামারীতে একটি ভুট্টাখেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নের বড়ইবাড়ী এলাকার একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জহুরুল ইসলাম একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ বাজারে যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে ভুট্টাখেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাদের খবর দেয়। তার শরীরে আঘাতের চিহ্ণ না থাকলেও পরনের কাপড়ে কাদামাটির দাগ রয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা