০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা এবং হত্যা চেষ্টা মামলায় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর বাবুপাড়ার আশরাতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত বছর ১৮ জুলাই হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওমর ফারুক নামের এক ভ্যানচালক। একই বছর ২৪ আগস্ট এ ঘটনায় তিনি একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সনি। হেলমেট পড়ে হামলায় অংশ নিয়েছিলেন তিনি। এ ধরনের ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া গেছে। এছাড়াও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তীতে গা ঢাকা দিয়েছিলেন সোহেল রানা সনি। সম্প্রতি তিনি রংপুর শহরে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ওমর ফারুকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরো জানান, গ্রেফতার সোহেল রানা সনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।


আরো সংবাদ



premium cement