রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন
- রংপুর ব্যুরো
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩
রংপুরে জুলাই-২০২৪’র স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতায় শহিদ যারা’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে নগরীর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বাংলোদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান।
এ সময় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই স্মারকের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের অমর করে রাখল জামায়াত। কারণ, তাদের জন্যই ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছে বাংলাদেশ। এ সময় জুলাই গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার শুরুর দাবিও জানান বক্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা