প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে অবশেষে দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে অবশেষে ‘তৌহিদি জনতা’র বাধায় বাতিল হওয়া দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার ছয় দিন পর সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে ম্যাচটি শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে।
ম্যাচে জয়পুরহাট বনাম ঢাকা প্রমীলা ফুটবল দল অংশ নেয়। এতে জয়পুরহাট প্রমীলা দলকে ৩-০ গোলে হারিয়ে ঢাকা প্রমীলা ফুটবল দল বিজয়ী হয়।
এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড।
প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার ও ইটাই গ্রামের সমাজসেবক মাহফুজা বেগম। এছাড়া জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রাও সেখানে উপস্থিত ছিলেন ।
এই ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনা যেমন ছিল, তেমনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
ম্যাচ শেষে কয়েকজন নারী খেলোয়াড় বলেন, আজকে মাঠের সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখে আমরা উৎসাহ পেয়েছি।
তারা বলেন, কিছুদিন আগেও খেলতে দেয়া হয়নি। ‘তৌহিদি জনতা’র ব্যানারে আমাদের বাধা দেয়া হয়েছিল। তারা আয়োজকদের সাথে গণ্ডগোলও করেছিল। আমরা খেলাধুলা নিয়ে থাকতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।
ম্যাচ দেখতে আসা দর্শক লায়লা ইয়াসমিন ও আলেয়া বেগম বলেন, নারীরা খেলবে, এজন্য খেলা দেখতে এসেছি। নারীরা সব ক্ষেত্রেই কিছু একটা করতে পারে, তার উদাহরণ এই নারী ফুটবলাররা। তারা শুধু বাংলাদেশে নয়, বিদেশেও সুনাম বয়ে আনবে— এই প্রত্যাশা করি।
স্থানীয় আয়োজক কমিটির সদস্য মাসুদ রানা বলেন, স্থানীয় তৌহিদি জনতা গত ২৮ জানুয়ারি প্রমীলা ফুটবল ম্যাচ খেলতে বাধা দেয়ায় এ নিয়ে আয়োজকদের সাথে সংঘর্ষের পর আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে, হাকিমপুরে কোনো প্রমীলা ফুটবল ম্যাচ আর হবে না। কিন্তু বাধা দেয়া ও হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এরপর পুনরায় প্রমীলা ম্যাচ আয়োজনে সব ধরনের সহযোগিতাসহ ব্যবস্থা নেয়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ও নারীদের এগিয়ে নিতে আমরা আবারো প্রমিলা ম্যাচ শুরু করতে পেরেছি। কোনো ধরনের বাধা বা সমস্যা হয়নি। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন।
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে ও যাবে। এটা নিয়ে কারো কোনো আপত্তি করা ঠিক নয়। আমরা মনে করি, সমাজে কিছু মানুষ এখনো আছে যারা নারীদের পথচলাকে রুদ্ধ করতে চায়। কয়েকদিন আগে তৌহিদি জনতার ব্যানারে খেলার মাঠে যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে, এটা মেনে নেয়া যায় না। আমরা তার প্রতিবাদ করছি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রমীলা ফুটবল ম্যাচ আয়োজন যাতে হয়, সে ব্যাপারে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। সুন্দরভাবে ম্যাচ শেষ হয়েছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। সবকিছু ভালোভাবেই হয়েছে। পুলিশ এলাকায় টহলে ছিল।
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার একই ইউনিয়নের বাওনা মাঠে প্রমীলা ফুটবল ম্যাচ আয়োজনকে ঘিরে স্থানীয় আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন। এরপর ম্যাচটি বাতিল হয়ে যায়।
এ ঘটনার খবর প্রকাশিত হলে সারা দেশে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিন্দা জানিয়ে পুনরায় ম্যাচ আয়োজনের সকল ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসককে নির্দেশনা দেন। তারপর সোমবার পুনরায় ম্যাচের আয়োজন করেন আয়োজকরা।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা