০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি

বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি - ছবি : সংগৃহীত

পাথরের পাশাপাশি চাল আমদানিতে জনপ্রিয় হয়ে উঠছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরটিতে ভারত থেকে এসেছে পাঁচ ট্রাকে ১২৫ টন আতপ চাল।

আজ মঙ্গলবার সকালে চাল আমদানির তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ভারত থেকে আবার ১২৫ টন আতপ চাল আমদানি হয়েছে। এ চালগুলো আমদানি করেছে আল আমিন স্ট্যাবিলিসড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চাল নিয়ে পাঁচটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, গতকাল আবারো বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঁচটি পণ্যবাহী ট্রাকে ১২৫ টন ভারত থেকে আতপ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এভাবে নিয়মিত চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী পণ্য আমদানি করা হলে আমাদের দেশে ভোগ্যপণ্য জিনিস পত্রের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, চলতি সালের গত ১ ফেব্রুয়ারি, ১২ জানুয়ারি, ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে আতপ চাল আমদানি হয়েছে।

বন্দরটি ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমান চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।

স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে চাল আমদানি হচ্ছে। এ পোর্ট দিয়ে যাতে আরো কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে কথা বলছি ও উদ্বুদ্ধ করছি।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের, কর্মবিরতির ডাক কর্মকর্তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী পালন ধামরাইয়ে গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬৪ অভিবাসী আটক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ১৩ বছরেও ফেরেনি গুম হওয়া ২ ইবি শিক্ষার্থী : সন্ধানের দাবিতে মানববন্ধন পুঁজিবাজারে সূচক বেড়েছে সামান্য, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির সাভারে ছাত্র আন্দোলনে নিহত ইয়ামিনের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা মূল্যস্ফীতি সহনীয় হতে আরো ২-৩ মাস অপেক্ষা করতে বললেন অর্থ উপদেষ্টা

সকল