০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

বুড়িমারী স্থল বন্দর - ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে শুধু পচলশীল পণ্য ছাড়া গত তিন দিন থেকে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে গত তিন দিনে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত এক কোটি ২০ লক্ষ টাকা।

বন্দর ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বুড়িমারী আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ভুটান এবং ভারতের বোল্ডার পাথরের ডলার মূল্য কমানোর দাবিতে পাথর আমদানি গত শনিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখে। বুড়িমারী বন্দর ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের পর ভারতীয় রফতানিকারকরা বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কোনো নোটিশ প্রদান না করেই গতকাল রোববার থেকে আকস্মিকভাবে পচনশীল কমলা ছাড়া সব ধরনের পণ্য রফতানি বন্ধ করে দেন। এতে কোনো কারণ ছাড়াই ভারতীয় রফতানিকারকরা বুড়িমারী বন্দরে পণ্য রফতানি বন্ধ করে দেয়ায় বন্দরের ব্যবসায়ীরা হতভম্ব হয়ে পড়েন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ওরা (ভারতীয় রফতানিকারক) কোনো কারণ ছাড়াই আমাদের না জানিয়ে পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে। বুড়িমারী বন্দর দিয়ে বাংলাদেশ থেকে যে-সব পণ্য ভারতে রফতানি করা হয় সেসব পণ্যও তারা নিচ্ছে না। চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন শুধু পচলশীল পণ্য কমলা রফতানি ছাড়া গতকাল রোববার থেকে আর কোন পণ্য রফতানি করছে না।

বুড়িমারী আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ‘ভারত থেকে যে পাথর আসছে সেসব পাথর আমরা ১০ ডলারে নিচ্ছি। এরপরও কোনো কারণ ছাড়াই কেন তারা সমস্ত পণ্য রফতানি বন্ধ করে দিল তা বুঝছি না।’

তিনি অভিযোগ করেন ভুটান থেকে লাইম স্টোন ওয়েস্টেট গার্মেন্টসসহ অন্য যেসব পণ্য আসতো সেসব পণ্য ভারতীয় রফতানিকারকরা তাদেরকে জিম্মি করে গায়ের জোরে বন্ধ করে দিয়েছে। এতে সীমান্তের ওপারে ভারতের চ্যাংড়াবান্ধায় প্রায় পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে।

অন্যদিকে আমাদের রফতানি করা পণ্য তারা (ভারত) না নেয়ায় বুড়িমারী বন্দরের রাস্তায় প্রায় ১৫ থেকে ২০ ট্রাক পণ্য আটকা পড়েছে। গত তিন দিনে ভারত ও ভুটানের বোল্ডার পাথরসহ গতকাল রোববার থেকে পচনশীল পণ্য ছাড়া আর কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ না করায় গত তিন দিনে অন্তত এক কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বুড়িমারী স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement