সাংবাদিক মাজহারের বাবা ছাত্তার সরকারের মৃত্যুবার্ষিকী পালন
- রংপুর ব্যুরো
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
গাইবান্ধার সুন্দরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও নাগরিক উদ্যোক্তা মোহাম্মদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর সুন্দরগঞ্জের কিসামত সদর গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের মাধ্যমে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এতে অংশ নেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহসহ মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা।
কোরআনখানি শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুণ অর রশিদ।
শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকার ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাত ১২টা ১০মিনিটে রংপুর মহানগরীর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
অসামান্য প্রতিভার অধিকারী, বিনয়ী, শিক্ষাবিদ, নাগরিক উদ্যোক্তা ও সমাজসেবক আব্দুস ছাত্তার সরকার ১৯৩৮ সালের ১৯ জুলাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে বিখ্যাত সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ৭ মেয়ে ও ৪ ছেলের বাবা এবং অসংখ্য সফল কাজের উদ্যোক্তা।
তিনি উপজেলার ধুমাইটারী সিদ্দিকিয়া ডিগ্রি মাদরাসায় অধ্যাপনা শেষে ২০১০ সালের মার্চ মাসে অবসর নেন। অধ্যাপনার পাশাপাশি তিনি উত্তর পরান বেলকা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতাসহ সুন্দরগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। তিনি উত্তর পরান জামে মসজিদ ও বেলকা নুরেরটারী জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দ্বায়িত্ব পালন করেন।
মরহুম আব্দুস ছাত্তার সরকার যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর বিভাগীয় প্রধান এবং রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বাবা।