চিরিরবন্দরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আটক
- আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লায়লা বানুকে ভাঙচুরের মামলায় ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ জানান, ‘গত ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে বিমানবন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ আটক করে। তার নামে একটি ভাঙচুরের মামলা রয়েছে। এ মামলায় তাকে গতকাল ৩ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’